হাঁসের থেকে মাছ বাঁচাতে প্রাণ গেল যুবকের
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২০ নভেম্বরঃ বালিহাসের হাত থেকে পুকুরের মাছ বাঁচাতে জাল পাততে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়ার কালুয়া কলোনি এলাকায়। জানা গেছে ওই এলাকার যুবক রবি ওরাও (২৪) শনিবার সকালে সে আরেক যুবক কে নিয়ে তার নিজের পুকুরের মাছ রক্ষার্থে বালিহাস ধরতে জাল পাততে পুকুরে নেমে তলিয়ে যায়।এর পর ঐ যুবক বাড়ীতে গিয়ে খবর দিলে বাড়ির লোক এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তার দেহ খুঁজে পায়না। খবর দেওয়া হয় বানারহাট থানায়। এরপর সিভিল ডিফেন্স এবং দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় মৃত যুবকের দেহ উদ্ধার করে। বানারহাট পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে মৃত রবি উরাও এর স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন