বক্সা ব্যাঘ্র প্রকল্পে আবার বাগিরা দর্শন

 আবার ব্ল্যাক প্যান্থার দর্শন বক্সার জঙ্গলে 



কুশল দাশগুপ্ত , বক্সা , ১৪ নভেম্বরঃ পর্যটনের মরশুমে বক্সার জঙ্গলে ‘বাগিরা’ দর্শন! ফের ক্যামেরাবন্দি বিরল ব্ল্যাক প্যান্থার।চলতি বছরের প্রথম দিনেও বক্সা ব্যাঘ্র প্রকল্পে ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছিল।বক্সার জঙ্গল থেকেই ফের সুখবর পেলেন পশুপ্রেমীরা।
পর্যটনের ভরা মরশুমে বক্সা টাইগার রিজার্ভে দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। ক্যামেরাবন্দি হল সেই বিরল দৃশ্য।বন্যপ্রাণের নিরাপত্তার স্বার্থে জঙ্গলের কোন জায়গায় এই ছবি ক্যামেরাবন্দি হয়েছে তা বলতে নারাজ বনদপ্তর।
ব্ল্যাক প্যান্থারটি প্রাপ্তবয়স্ক ও পুরুষ বলে জানিয়েছে বনদপ্তর।
এর আগে চলতি বছরের প্রথম দিনেই সুখবর দেয় বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। সেদিন একেবারে ছবি প্রকাশ করে নতুন বছরের শুভেচ্ছা জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।বিশেষজ্ঞদের মতে, এটা আসলে এক ধরনের লেপার্ড। কালো হলুদ ডোরাকাটার বদলে জিনগত পরিবর্তনের ফলে এদের শরীর সম্পূর্ণ কালো রঙের হয়ে যায়।
বংশানুক্রমে কালো লেপার্ডের বংশবৃদ্ধিও হয়। যাকে আসলে অনেকেই ব্ল্যাক প্যান্থার বলেন।বক্সার জীববৈচিত্র্য যে উন্নত তা বোঝাই যায় বলে দাবি বনদপ্তরের। আর এই খবরে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। আর নতুন অতিথির উপস্থিতি ডুয়ার্সের মানুষ কেউ করলো গর্বিত।

মন্তব্যসমূহ