ডি জে'র আওয়াজে ৬৩ মুরগীর মৃত্যু , খামারের মালিকের অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে
বিশেষ সংবাদদাতা , উড়িষ্যা , ২৪ নভেম্বরঃ উচ্চ গ্রামে চলা ডি জে'র আওয়াজে মৃত্যু হয়েছে ৬৩ টি মুরগির। খামারের মালিক এমনটাই অভিযোগ দায়ের করেছেন স্থানীয় থানায় , তার প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার নীলগিরি থানার সংলগ্ন এলাকায়।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে গত রবিবার খামারের মালিক রঞ্জিতবাবুর প্রতিবেশী রামচন্দ্রের বাড়িতে বিয়ে ছিল। রাত্রিবেলাতে সেই কারণে ডিজে বাজানো হয়। খামারের মালিক অভিযোগ করেন বারবার করে অনুরোধ জানালেও শোনেনি তার প্রতিবেশী। প্রচন্ড আওয়াজে মুরগি গুলি ক্রমশ নিস্তেজ হতে থাকে। এরপর পশু চিকিৎসক কে ডেকে আনেন রঞ্জিত , অনেক চেষ্টা করেন মুরগি গুলো কে বাঁচানোর । কিন্তু ক্রমশ নিস্তেজ হতে হতে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। পশু চিকিৎসক জানিয়েছেন প্রচন্ড শব্দে ভয় পেয়ে গিয়েছিল মুরগি গুলো, এবং যার ফলে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাদের।
নীলগিরি থানার সুপার জানিয়েছেন তিনি শুনেছেন এরকম একটা অভিযোগ জমা পড়েছে থানায় । ব্যাপারটি খতিয়ে দেখা হবে, এবং দুই পক্ষকে ডেকে বিষয়টি মেটানোর চেষ্টা করা হবে।
নীলগিরি থানার সুপার জানিয়েছেন তিনি শুনেছেন এরকম একটা অভিযোগ জমা পড়েছে থানায় । ব্যাপারটি খতিয়ে দেখা হবে, এবং দুই পক্ষকে ডেকে বিষয়টি মেটানোর চেষ্টা করা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন