উত্তর ২৪ পরগণায় ই রিক্সা থেকে পাওয়া গেল সোনার বিস্কুট

 


সোনার বিস্কুট সহ ই -রিক্সা চালক গ্রেফতার 



 নিজস্ব সংবাদদাতা , উত্তর ২৪ পরগণা , ১৯ নভেম্বরঃ অভিনব পাচার রুখে দিল বিএসএফ।উত্তর ২৪ পরগনার স্বরূপনগর হাকিমপুর সীমান্তের ঘটনা। বৃহস্পতিবার রাত্রিবেলা বছর ২৮ এর ইরিকশা চালক সুমন মন্ডল, যাত্রী নিয়ে যাচ্ছিল, সেই সময় ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার সরূপ কুমার গোগোই এর নেতৃত্ত্বে ঐ ই রিকশা আটকে তল্লাশি চালায় বিএসএস। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই রিক্সার তল্লাশি চালিয়ে ব্যাটারির মধ্যে থেকে ৬ টা সোনার বিস্কুট যার ওজন প্রায় ৭০০, গ্রাম বাজার মূল্য প্রায় ৪০, লক্ষ টাকা উদ্ধার করে বিএসএফ। হাতেনাতে ই রিক্সা চালক সুমন কে আটক করে বিএসএফ। এরপর স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেয় ধৃতকে। উদ্ধার হওয়া সোনার বিস্কুট তেতুলিয়া শুল্ক দফতর হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত রক্ষীবাহিনীর প্রাথমিক অনুমান এই সোনার বিস্কুট গুলো ইন্দোনেশিয়া দুবাই হয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে। এর সঙ্গে কোন আন্তর্জাতিক পাচার চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত সুমনকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

মন্তব্যসমূহ