নব দম্পতির আত্মহত্যা

 নব দম্পতির আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ির চম্পাসারিতে 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২১ নভেম্বরঃ  নব বিবাহিত দম্পতির আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের দেবীডাঙ্গা ঘোষ নগর এলাকায়। মৃত দম্পতির নাম মশিউর রহমান ও নওজাদা নাসরিন। প্রধান নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৫ তারিখে অর্থাৎ মাত্র ১৫ দিন আগে বিয়ে হয় মশিউর এবং নওজাদার। আজ সকালে শোওয়ার ঘরে স্বামী-স্ত্রীর ফাঁস লাগানো দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মশিউর-এর বাবাকে থানায় নিয়ে যায়। কি কারণে বিয়ের মাত্র ১৫  দিনের মধ্যে নব দম্পতিকে চরম সিদ্ধান্ত নিতে হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি  মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।

মন্তব্যসমূহ