শিলিগুড়িতে শাসক দলের নতুন কার্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন

 

ডাবগ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২১ নভেম্বরঃ   রবিবার সকালে শিলিগুড়ির ডাবগ্রামে তৃনমুল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরসভার বর্তমান মুখ্য প্রশাসক গৌতম দেব।আজ সকালে তিনি এই তৃণমূল কংগ্রেস কার্যালয়ের মুখ্য অফিসের ভিত্তি স্থাপন করেন,এবং জানান , সামনে পুরসভা নির্বাচন আমাদের প্রচুর পরিকল্পনা এবং কাজ আছে , যেটাকে বাস্তবায়ন করা আমাদের একান্তই প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কার্যালয়ের কাজ সম্পুর্ন করতে হবে।যেখান থেকে আমারা আগামী নির্বাচনের কাজগুলি করতে পারবো।এদিন গৌতম দেবের সাথে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ এবং যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কুন্তল রায়।পাপিয়া ঘোষ জানালেন , সামনের দিনগুলি দলের জন্য ভীষন গুরুত্বপূর্ণ । সবাইকে , সবার সাথে মিলে মিশে কাজ করতে হবে।তিনি জানালেন যে একটি দৈনিকে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে । তার একটা সমাধান করা আমাদের কর্তব্য।এখনই যদি এটার সমাধান করা না হয় , তবে ভবিষ্যতে  দলের জন্য এইসব খবরই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।তাই ঘরের কথা ঘরে ভিতরেই থাকবার জন্য চাই একটা ঘর।আশাকরি ভোটের আগে এখানে দলীয় কর্মীদের একটা বসবার জায়গা করে দিতে পারা যাবে ।

মন্তব্যসমূহ