নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় বাম যুব সংগঠন

 

এস এস সি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় বামেরা 


 নিজস্ব সংবাদদাতা , কলকাতা ও শিলিগুড়িঃ এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে দুর্নীতিসহ তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসুচীর ডাক দেয় বাম ফ্রন্টের যুব শাখা । আজ কলকাতার এস এস সি অফিসে সামনে বিক্ষোভের নেতৃত্ব দেন মিনাক্ষী মুখার্জি , ধ্রুবজ্যোতি সাহা , সৃজন ভট্টাচার্য প্রমুখরা । এদিন অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় প্রতিবাদে অংশগ্রহণকারীদের ।  এর পর গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে । 

অন্যদিকে  শিলিগুড়ির ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বাম যুব ছাত্র সংগঠন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর কয়েকজনের একটি প্রতিনিধি দল ডিআই অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। তাদের অভিযোগ, বর্তমানে তৃণমূল সরকারের আমলে এসএসসি ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে তৃণমূলের নেতা কর্মীরা তাদের পরিজনদের চাকরি দেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা সম্পন্নরা পরীক্ষা দিয়েও বঞ্চনার শিকার হচ্ছেন। যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের দ্রুত জেলে ভরে ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।

মন্তব্যসমূহ