ফুটবল প্রশিক্ষণ চলাকালীন কিশোরের অস্বাভাবিক মৃত্যু

 

ফুটবল প্রশিক্ষণ চলাকালীন কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘটল কলকাতায়  



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২১ নভেম্বরঃ ফুটবল প্রশিক্ষণ করার সময় এক কিশোরের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরের নাম শুকদেব সাহা ,বয়স ১৪ বছর। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শনিবারে সকালে উত্তর প্রান্তিক এর মাঠে প্রশিক্ষণ করছিল সুখদেব। ওয়ার্ম আপ  করবার সময় লুটিয়ে পড়ে , অভিযোগ করেছে সুখদেব এর পরিবার প্রথমত এই বিষয়টি কেউ দেখেনি প্রথমে, দ্বিতীয়ত সুখদেব এর বাড়িতে দেরি করে সব জানানো হয় , তৃতীয়ত মাঠে  প্রাথমিক চিকিৎসা বা এরুপ কিছুর  ব্যবস্থা ছিলনা। যদিও এই সমস্ত অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ অস্বীকার করেছে। ওই কিশোরকে ক্লাবের কর্তৃপক্ষ আরজিকর হাসপাতালে নিয়ে গেলে , সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই কিশোরের বাড়ি উল্টো ডাঙায় বলে জানা গিয়েছে।

মন্তব্যসমূহ