মানব কল্যাণ ও বিশ্ব শান্তির কামনায় বিহার থেকে কামাখ্যা সাধুর দন্ডী কেটে যাত্রা , আজ পৌঁছলেন জলপাইগুড়ি
কুশল দাশগুপ্ত , জলপাইগুড়ি , ১৮ নভেম্বরঃ সত্যাদেব দাস নামে এক সাধু দন্ডি কেটে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আজ পৌঁছালেন জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়ে। সাত সকালে সাধু আসার খবর শুনে শত শত ভক্তের সমাবেশ দেখা গেল সদর ব্লকের পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের অধিন ডেঙ্গুয়াঝাড় এলাকায়।
সাধুবাবা জানান, তার বাড়ি বিহারে। সুদূর মধ্যপ্রদেশ থেকে এভাবেই দণ্ডী কেটে প্রায় পাঁচ হাজার কিলোমিটার অতিক্রম করে জলপাইগুড়ি পৌঁছান তিনি।মানব কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দন্ডি কেটে ভারতের বিভিন্ন মন্দিরে পূজা দিচ্ছেন তিনি। জলপাইগুড়ি বোদাগঞ্জের ভামরী দেবীর মন্দিরে পূজা দিয়ে এভাবেই দন্ডি কেটে আসামের কামাখ্যার উদ্দেশ্য রওনা দিয়েছেন সাধু বাবা আজ। আর সাধু বাবার যাওয়ার খবর পেয়ে রাস্তার ধারে শত শত ভক্ত সত্যাদেব দাসকে দেখার জন্য হাজির হন। প্রত্যেকের একটাই কথা উনি সত্যি পুন্যবান।না হলে এই অসম্ভবকে সম্ভব করতে পারা খুব একটা সহজ ব্যাপার নয়।উনি একটা অসাধ্য সাধন করতে নেমেছেন তাই আমরা ওনাকে দেখেই পুন্য করতে চাই।উনি যে উদ্দেশ্য নিয়ে এই মহান কাজে নেমেছেন আমরা চাই তা সফল হোক।
সাধুবাবা জানান, তার বাড়ি বিহারে। সুদূর মধ্যপ্রদেশ থেকে এভাবেই দণ্ডী কেটে প্রায় পাঁচ হাজার কিলোমিটার অতিক্রম করে জলপাইগুড়ি পৌঁছান তিনি।মানব কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দন্ডি কেটে ভারতের বিভিন্ন মন্দিরে পূজা দিচ্ছেন তিনি। জলপাইগুড়ি বোদাগঞ্জের ভামরী দেবীর মন্দিরে পূজা দিয়ে এভাবেই দন্ডি কেটে আসামের কামাখ্যার উদ্দেশ্য রওনা দিয়েছেন সাধু বাবা আজ। আর সাধু বাবার যাওয়ার খবর পেয়ে রাস্তার ধারে শত শত ভক্ত সত্যাদেব দাসকে দেখার জন্য হাজির হন। প্রত্যেকের একটাই কথা উনি সত্যি পুন্যবান।না হলে এই অসম্ভবকে সম্ভব করতে পারা খুব একটা সহজ ব্যাপার নয়।উনি একটা অসাধ্য সাধন করতে নেমেছেন তাই আমরা ওনাকে দেখেই পুন্য করতে চাই।উনি যে উদ্দেশ্য নিয়ে এই মহান কাজে নেমেছেন আমরা চাই তা সফল হোক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন