রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - ত্রিমেরিক / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' ত্রিমেরিক  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         ত্রিমেরিক  /   ১    


তপন উবাচ
আলোকচিত্র : মধুমিতা মল্লিক



গ্রামবাংলায় চাষিভাইদের পান্তা ফুরোয় আনতে নুন
ধান-ঝাড়াইয়ের যেই প্রস্তুতি
ফড়ে-দালালদের হুজ্জুতি 
নিজের ফসল দাম কি পাবে! জ্বলে উঠছে মনের আগুন।

                         ত্রিমেরিক  /   ২    



আলোকচিত্র : কমল মজুমদার



জলের মধ্যে ছায়া ডুবিয়ে নিজে থাকল অস্নাত
ছায়াই জানে কৃৎকৌশল
      ডুবে গিয়েও না লাগে জল
ছায়ার কাছে স্নান শিখলে বেণী থাকবে অনাঘ্রাত। 


                         ত্রিমেরিক  /   ৩    

আলোকচিত্র : সোমনাথ দাস



জীবনজেঠুর ডেরা  খুঁজতে ভাসিয়ে দিলাম নাও
জীবন এত ছোটো ক্যানে
      এক জীবনের কীই বা মানে
ছোট্ট প্রশ্নের জবাব খুঁজতে হব অনন্তে উধাও।







মন্তব্যসমূহ