জাল লটারি চক্রের পর্দা ফাঁস

 

জাল লটারি চক্রের হদিশ উত্তরবঙ্গে 



নিজস্ব সংবাদদাতা , ময়নাগুড়ি , ২১ নভেম্বরঃ জাল লটারির পর্দা ফাঁস করল ময়নাগুড়ি থানার পুলিস। শনিবার রাত্রে ময়নাগুড়ি ব্লকের রাজারহাট এলাকায় জাল লটারি বিক্রয়ের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, অভিযুক্ত বেশ কয়েকজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা এলাকায়। তারা রাজার হাট এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে জাল লটারি ব্যবসা শুরু করতে চলেছিল। ২৫ নভেম্বর খেলার তারিখ ধার্য করা হয়েছিল। ১০০ টাকা করে প্রাইভেট লটারি বিক্রয় শুরু করেছিল তারা। যার প্রথম পুরস্কার ছিল লাক্সারি বাস। এছাড়াও বেশ কয়েকটি গাড়ি পুরস্কার হিসেবে রাখা  ছিল। কিন্তু খেলার রেজাল্ট সন্ধ্যাকালীন ডিয়ার লটারি সাথে মিলাতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সেই সময় সন্দেহ হয় স্থানীয় বেশ কয়েকজনের। পুলিসের কাছে সেই খবর এসে পৌঁছায়। পুলিস জানিয়েছে,ডিয়ার লটারি কর্তৃপক্ষের সাথে তাদের চুক্তিপত্রের কোন কাগজ পুলিসকে দেখাতে পারেনি অভিযুক্তরা। ময়নাগুড়ি স্থানীয় কয়েকজন এ ঘটনার সাথে যুক্ত রয়েছে বলে জানিয়েছে পুলিস। ইতিমধ্যে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

মন্তব্যসমূহ