দুরপাল্লার ৫ টি ট্রেনে আবার মিলবে রান্না করা খাবার

 

দুরপাল্লার ট্রেনে আবার পাওয়া যাবে রান্না করা খাবার 





সজল দাশগুপ্ত , কলকাতা , ২৪ নভেম্বরঃ   এবার থেকে আবার ট্রেনে রান্না করা খাবার পাওয়া যাবে। তবে শুধুমাত্র দূরপাল্লার পাঁচটি ট্রেনে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।

প্রসঙ্গত ২০২০ সালের মার্চ মাসের পর করোনাভাইরাস এর জন্য রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপরে স্পেশাল তকমা দিয়ে কিছুদিন রেল চালানো হলেও পাওয়া যেত না রান্না করা খাবার। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার জন্য রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে দূরপাল্লার পাঁচটি ট্রেনে এবার থেকে রান্না করা খাবার ও ক্যাটারিং পরিষেবা পাওয়া যাবে। ট্রেন গুলি হল শতাব্দি, রাজধানী, দুরন্ত, ভারত তেজাস এবং গতিমান। স্বভাবতই রেল কর্তৃপক্ষের এই ঘোষণার পর রেল যাত্রীরা খুশি।

মন্তব্যসমূহ