২০২২ জাতীয় খো খো শিলিগুড়িতে
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৫ নভেম্বরঃ জাতীয় খোখো প্রতিযোগিতা আগামী ২০২২ এ শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে।উভয় পুরুষ এবং মহিলাদের জন্য।আজ শিলিগুড়ির তথ্যকেন্দ্রের রামকিংকর হলে এ নিয়ে এক আলোচনা এবং কিভাবে এই জাতীয় প্রতিযোগিতাকে সফল করা যায় সে বিষয়ে সবার সাথে কথা বললেন রঞ্জন সরকার শিলিগুড়ি পুরসভার অন্যতম বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার।তার সাথে ছিলেন অলোক চক্রবর্তী এবং কমল আগর ওয়াল।এদিন রঞ্জন সরকার জানান পুরুষ এবং মহিলাদের এই প্রতিযোগিতায় মোট তেত্রিশটি দল অংশগ্রহন করবে কাজেই একটা বিশাল দায়িত্ব থাকবে সেটাকে সফল করবার।বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভবিষ্যতের এই প্রতিযোগিতাকে সফল করতে হবে।আজ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক খেলা খোখো খেলোয়ার এবং কলকাতা থেকে আসা বিখ্যাত ক্রীড়া সংগঠকেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন