আবার বন্ধ তিস্তা তোর্সা এক্সপ্রেস

 

আবার তিন মাসের জন্য বন্ধ তিস্তা তোর্সা এক্সপ্রেস 



 কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৪ নভেম্বরঃ শেষরক্ষা করা গেল না,আগামী তিনমাসের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্ষা এক্সপ্রেস ।রেল বোর্ড যুক্তি দেখিয়েছে যে গতবার কুয়াশার কারনে এবং করোনা আবহে একেবারেই যাত্রী ওঠে নি তিস্তা তোর্ষাএক্সপ্রেসএ।ডাহা ক্ষতির মুখে পড়তে হয়েছিলো এই ট্রেনটিকে।যার ফলে রেল বোর্ড চিন্তা করছিলো সারা বছর চললেও শীতকালে বন্ধ করতে হবে আলিপুরদুয়ার থেকে শেয়ালদাগামী এই ট্রেনটিকে।চার/পাচদিন আগেই তিস্তা তোর্ষা ট্রেনটিকে চালানোর সিদ্ধান্ত যখন নিয়েছিলো উত্তর পূর্ব রেল তখন  উচ্ছাসে  ফেটে পড়ছিলো গোটা আলিপুরদুয়ার কিন্তুু আজ রেলের এই সিদ্ধান্ত পুরোপুরি ভেঙ্গে দেবে আলিপুরদুয়ারের মানুষকে।জানালেন আলিপুরদুয়ার এনজেপী রিটায়ার্ড ষ্টেশন মাষ্টার সঞ্জয় চৌধুরী,তিনি জানালেন আলিপুর দুয়ার থেকে কলকাতাগামী এই ট্রেনটি যথেষ্ট জনপ্রিয় তাই এই ট্রেন বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে সবারই,তাছাড়া কোন ট্রেন বন্ধ হয়ে গেলে আর চালু হয় না।সবমিলিয়ে চুড়ান্ত সমস্যায় পড়ে যাবেন যাত্রীরাও।কেন বন্ধ করে দাওয়া হল এই ট্রেনটিকে,জানালেন মালদা কলকাতা ডিভিসনের আসিষ্টান্ট DRM অজিত সেনগুপ্ত এই ট্রেন শীতকালে চালানো মানেই ক্ষতি কারন শীতে যে সময় ট্রেনটি আসে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা আর এই সময় ট্রেনটাকে চালানোর সাহস পেলাম না।তবে শীতের শেষেই আবার এই ট্রেনটিকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্যসমূহ