সারা দেশে শ্রদ্ধায় পালিত হল শিখ ধর্মগুরু , গুরু নানকের ৫৫২তম জন্মদিন
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি ১৯ নভেম্বরঃ আজ গুরু নানকের জন্মদিন।শিখদের ধর্মগুরু গুরুনানকের জন্মদিন পালিত হল সারা রাজ্য জুড়ে ।আজ সারাদেশের সাথে সাথে শিলিগুড়িতেও মহাসমারোহে পালিত হচ্ছে শিখদের ধর্মগুরু গুরুনানকের জন্মদিন।শিলিগুড়ির চার্চ রোডের গুরুদোয়ারাতে আজ সকাল থেকেই চলছে গুরুনানকের বানী প্রচার এবং সঙ্গীত,সকাল থেকে চলছে রক্তদান শিবিড় এবং বিনামুল্যে টিকাকরন।এবং সাথে আছে খাবারের ব্যাবস্থাও।বাদ যান নি কেউই,সকাল থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আসছেন গুরুদোয়ারাতে শ্রদ্ধা নিবেদন করতে।আজ সকালে গুরুদোয়ারাতে এসে উপস্থিত হন শিলিগুড়ি পুরসভার অন্যতম বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার রঞ্জন সরকার এবং মানিক দে।দুজনেই গুরুদোয়ারার নিয়ম মেনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।পরে রঞ্জন সরকার জানান আমাদের মুখ্যমন্ত্রী সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরাও মুখ্যমন্ত্রীর আদর্শেই চলছি।আমরা চাই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সব জাতীর মানুষ মিলেমিশে একসাথে থাকুক।সবার প্রথমে আমরা মানুষ পরে ধর্ম জানালেন রঞ্জন সরকার।তিনি অভিনন্দন জানান শিখ ধর্মালম্বী মানুষকে তাদের এই পবিত্র দিনের জন্য।
গুরু নানকের ৫৫২তম জন্মদিবস ধুমধামের সাথে পালন করা হল শিলিগুড়ির গুরুদুয়ারায়। শিলিগুড়ির গুরুদুয়ারায় বিগত ৪০ দিন থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে। বৃহস্পতিবার থেকে এখানে ভজন শুরু হয়েছে। আজ চলবে লঙ্গর। গুরু নানকের জীবনকাহিনীর উপরে বক্তব্য রাখা হবে আজ। শুক্রবার গুরুদুয়ারায় আসেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা এবং শিলিগুড়ি প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন