আজ নন্দীগ্রাম দিবস , শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
সজল দাশগুপ্ত , কলকাতা , ১০ নভেম্বরঃ আজ নন্দীগ্রাম দিবস। প্রতিবছর ১০ নভেম্বর দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করা হয় । ২০০৭ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আন্দোলন শুরু করেন কৃষকরা। সেই বছর ১৪ মার্চ তৎকালীন বাম সরকার এর নেতৃত্বে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মোট ১৪ জনের প্রাণ যায়। সেই বছর আবার ১০ নভেম্বর আন্দোলনরত কৃষকদের উপর অত্যাচার চালানো হয়। এই কারণে ক্ষোভের মুখে পড়েন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠন হয়। প্রতিবছর ভূমি উচ্ছেদ কমিটি ১০ নভেম্বর দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে আসে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন নন্দীগ্রামের আন্দোলনকারী মানুষদের কখনো ভোলা যাবে না । তাদের প্রতি শ্রদ্ধা সর্বদা থাকবে। এছাড়া পৃথিবীর সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন