শিলিগুড়িতে আবার শুরু টেবিল টেনিস টুর্ণামেন্ট

 

টেবল টেনিসের শহর শিলিগুড়িতে আবার শুরু টুর্ণামেন্ট 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২০ নভেম্বরঃ  বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২১ -র শুভ সূচনা করলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের চেয়ারম্যান গৌতম দেব।এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে স্থানীয়

 তুফানি সংঘের মাঠে। ভারত নগরে। আজ এই প্রতিযোগিতার উদ্বোধন করে গৌতম দেব জানালেন অনেক দিন পরে টেবিল টেনিসের শহর শিলিগুড়িতে বড় মাপের প্রতিযোগিতা হচ্ছে,সব  প্রতিযোগিদের আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি।এদিন গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন সুব্রত রায় এবং মান্তুু ঘোষ।এদিন মান্তুু ঘোষ জানালেন করোনা আবহে শিলিগুড়ির জন্য এই প্রতিযোগিতা বের করে আনা যথেষ্ট কষ্টকর ছিলো,বেঙ্গল টেবিল টেনিস আসোসিয়েসনকে কথা দিয়েছি কোভিড প্রটোকল মেনেই এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।সেইমত প্রতিযোগীদের থাকবার ব্যাবস্থা করা হয়েছে,যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তবে তার পর্যাপ্তভাবে চিকিৎসা করা,এবং বাকি প্রতিযোগীদের নিরাপত্তার বিষয়টিও দেখা হবে বলে জানিয়েছেন মান্তুু ঘোষ।সদ্য হাঙ্গেরী ফেরত সুব্রত রায় জানালেন ভালো লাগছে যে টেবিল টেনিসের শহরে টেবিল টেনিস টুর্নামেন্ট হচ্ছে,আমরা চেষ্টা করবো যাতে আরো টুর্নামেন্টের আয়োজন শিলিগুড়িতে করানো যায়।জুনিয়ার এবং সিনিয়ার মিলিয়ে মোট পঞ্চাশ জন প্রতিযোগী শিলিগুড়িতে এসেছেন এই প্রতিযোগিতায় অংশ নেবার জন্য।

মন্তব্যসমূহ