নিষিদ্ধ আতসবাজি ফাটানোর প্রতিবাদ , নিগৃহীত মহিলা আইনজীবি
নিজস্ব সংবাদদাতা , দক্ষিন দিনাজপুর , ১৮ অক্টোবরঃ নিষিদ্ধ আতসবাজি ফাটানোর প্রতিবাদ করায় এলাকার মাতব্বরদের হাতে নিগৃহীত হলেন এক মহিলা আইনজীবি। দশমীর রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, দশমীর রাতে বালুরঘাট শহরের উত্তর চকভবানী এলাকার একটি ক্লাব সদস্যরা বালুরঘাট জেলা আদালতের এক মহিলা আইনজীবীর বাড়ির সামনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিষিদ্ধ আতশবাজি ফাটায়। বারংবার এনিয়ে ক্লাব কর্তৃপক্ষকে নিষেধ করা হলেও তারা কোন কথা শোনেনি বলেই অভিযোগ। বারণ করা হলে কিছুক্ষণ অন্য দিকে বাজি ফাটিয়ে ফের তারা আইনজীবির বাড়ির সামনেই বাজি ফাটাতে শুরু করে। সেদিন রাত সাড়ে এগারোটার পর ফের বাড়ির সামনে নিষিদ্ধ আতশবাজি ফাটানো হয়। সে সময় ওই মহিলা আইনজীবীর বাবা বাড়ির বাইরে এসে এর প্রতিবাদ করে। অভিযোগ, প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে স্থানীয় ক্লাব সদস্যরা প্রথমে মহিলা আইনজীবীর বাবাকে মারধর করে। বিষয়টি নজরে আসতেই মহিলা আইনজীবী এবং তার দিদি বাবাকে বাঁচাতে গেলে তাকেও রাস্তায় ফেলে মারধর করা হয় এবং টানতে টানতে নিয়ে যাওয়া হয়। ঘটনায় মহিলা আইনজীবী ও তারা বাবা জখম হন। পরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বাবা ও মেয়ে ভর্তি থাকার পর গতকাল রাতে হাসপাতাল থেকে ছাড়া পান ওই মহিলা আইনজীবী। এর পরই বালুরঘাট থানায় মোট আটজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বালুরঘাট থানার পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন