করোনার কারণে আবার লক-ডাউন সোনারপুর,রাজপুর এলাকায়

 উর্ধমুখী করোনা গ্রাফ , আগামী তিন দিন রাজপুর-সোনারপুরে কড়া লক-ডাউন


বিশেষ সংবাদদাতা , দক্ষিণ ২৪ পরগণা , ২৭ অক্টোবরঃ  করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী সেই কারণে দক্ষিণ ২৪পরগনা জেলা প্রশাসন আগামী তিনদিন সোনারপুর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন ওই পৌরসভা এলাকায় ১৫ থেকে ২০ জন করোনা আক্রান্ত হচ্ছেন সেই কারণে উদ্বিগ্ন প্রশাসন।

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই তিনদিন সোনারপুর বাজার বন্ধ থাকবে। এছাড়া পৌরসভা এলাকায় মোট ১৯ টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে । এখানে থাকবে বাড়তি নজরদারি। বাড়ুইপুরের মহকুমাশাসক জানান আগামী তিনদিন বাজার বন্ধ থাকলে শৃংখল ভাঙ্গা সম্ভব হবে। তবে অত্যাবশ্যকীয় পণ্য এবং ওষুধের দোকান যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

মন্তব্যসমূহ