দুঃস্থদের নতুন জামা-কাপড় দিয়ে হাঁসি ফোটালেন শিলিগুড়ির পুর কো অর্ডিনেটর

 শিলিগুড়িতে দুঃস্থ মানুষদের নতুন জামা-কাপড় দিয়ে পুজোর আনন্দে সামিল হতে আহ্বান পুর কো - অর্ডিনেটরের 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১১ অক্টোবরঃ  মহালয়ার দিন থেকে দুর্গাপূজার সূচনা হলেও আক্ষরিক অর্থে ষষ্ঠীর দিন দেবীর বোধন এর মাধ্যমে দুর্গ উৎসবের শুভ সূচনা হয়। এই বছর পরিস্থিতি একটু আলাদা মহামারী করোনার কারণে অনেকেরই আর্থিক অবস্থা ভালো নয়। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা আরো শোচনীয়। তাদের কথা ভেবে শিলিগুড়ি পুরো নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাস্তুহারা কালিবাড়ির কমিটির পক্ষ থেকে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য শ্রাবণী দত্ত। বাস্তুহারা কালিবাড়ি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ৩০০ জনের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আগে থেকেই ওই ৩০০ জনকে কুপন দেওয়া হয়েছিল। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনেকক্ষণ ধরে চলে, সেই কারণে লাইনে থাকা মানুষদের হাতে পানীয় জলের বোতল ও বিস্কুট তুলে দেওয়া হয়। পুজোর সময় নতুন বস্ত্র পেয়ে সভাপতি খুশি তারা।

মন্তব্যসমূহ