রাজীব আবার তৃণমুলে

 

ঘরে ফিরলেন বেসুরো রাজীব 



নিজস্ব সংবাদদাতা ত্রিপুরা , ৩১ অক্টবরঃ ২০২১  বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বেসুরুদের মধ্যে অন্যতম ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন নির্বাচনের সময়। সেই বেসুরো রাজীব আবার সুর খুজে পেলেন। বেশ কিছুদিন ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায় এর তৃণমূল কংগ্রেসে পুনরায় ফেরা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রবিবার দিন ত্রিপুরার আগরতলার জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর তিনি পরিষ্কার বলেন তিনি ভুল করেছিলেন তার জন্য তিনি অনুতপ্ত। তিনি এদিন আরো বলেন , যে তিনি সাময়িক ভাবে জেদের বশবর্তী হয়ে একাজ করে ফেলেছিলেন । তিনি ক্ষমাও চেয়ে নেন। এদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে , রাজীব ব্যানার্জির প্র্যাবর্তন প্রত্যাশিতই ছিল। এতে বিজেপি'র কোন রকম ক্ষতিতো হবেই না , উল্টে লাভ হল। কেননা এই রাজীবের মুখ দিয়েই অনেক শাসক দল বিরোধী কথা প্রকাশ্যে এসেছে , যেটা নিয়ে বিরোধিরা আগামী দিনে বে কায়দায় ফেলতে পারে শাসক দলকে। এদিকে রাজীবকে নিয়ে বেশ কিছু নেতৃত্ব অখুশি হয়েছেন বলে জানাচ্ছে একটি সুত্র। এদিন ত্রিপুরার প্রাক্তণ বিজেপি নেতা আশিস দাস তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

মন্তব্যসমূহ