দার্জিলিংয়ে বিজেপি'তে ভাঙ্গন , তৃণমুলে যোগ দিলেন তারা
নিজস্ব সংবাদদাতা , দার্জিলিং , ৩০ অক্টোবরঃ দার্জিলিং জেলা বিজেপিতে ফের ভাঙ্গন । তৃণমূল শিবিরে যোগ দিলেন দীনদয়াল সিংহ , নন্দী প্রসাদ রায় , সুরজ সিংহ , বাবলু তালুকদার , জয়দীপ নন্দী , দীপঙ্কর পাল , মনোজ পাল , রাজু ঘোষ এবং শম্ভু সিংহ আজ সকালে তাদের হাতে দলের পতাকা তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ।সকালেই তৃণমূলের মুখ্য কার্যালয়ে চলে আসেন এইসব বিজেপীর সমর্থকেরা।তাদের মধ্যে অন্যতম বাবলু তালুকদার জানালেন বেশী কিছু বলতে চাই না,শুধু জানি দিদির উন্নয়নের সাথে যেতে চাই,হ্যা অবশ্যই ভুল করেছিলাম,বাংলার মানুষ আমার ভুল দেখিয়ে দিয়েছে এখন থেকে দলের কথামতো কাজ করে যাব।পাপিয়া ঘোষ জানালেন রোজই প্রচুর মানুষ আসছেন তৃণমূলে যোগদান করবেন বলে আমরা তো তাদের নিরাশ করতে পারি না,তাই তাদের আবেদনে সাড়া দিয়ে তাদের দলে যোগদান করবার ব্যাবস্থা করা হল।অন্যদিকে গৌতম দেব জানান দল যেভাবে বলবে ঠিক সেভাবেই কাজ করা হবে,বাংলায় আর বিজেপীর কোন চিহ্ন থাকবে না,আর এটা বাংলার মানুষই দেখিয়ে দিচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন