এখন থেকেই শিলিগুড়ি পুরবোর্ড দখল করতে নামছে তৃণমূল

 

আসন্ন পুর নির্বাচনে শিলিগুড়ি পুর বোর্ড দখলে মরীয়া তৃণমূল 


কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৮ অক্টোবরঃ পূজোর পরেই হতে পারে ভোট।তাই শিলিগুড়িতে তৃণমূল নেতৃত্বের কাছে নির্দেশ এসেছে পূজোর সময় নিজের ওয়ার্ডে থেকে মানুষকে যতটা পারা যায় পরিষেবা দিতে হবে।এ ব্যাপারে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ জানান,আমাদের কাছে নির্দেশ এসেছে যে মানুষকে যতটা পারা যায় পরিষেবা দিতে হবে। কারণ মানুষ এবারে বিপুল ভোটে তৃণমূলকে জিততে সাহায্য করেছেন এবং আমরা চাই পুরভোটের আগে মানুষের যতটা পারা যায় পরিসেবা দেওয়া উচিত।শিলিগুড়িতে এখন বোর্ড চালাচ্ছেন আডমিনিষ্টেটারেরা।এদের মধ্যে একজনই মহিলা তিনি হলেন শিলিগুড়ির ১৪নং এর শ্রাবনী দত্ত।তিনি জানালেন বাড়ি যাবার ইচ্ছা থাকলেও আমি বাড়ি যাচ্ছি না মুখ্যমন্ত্রীর নির্দেশে।এখানে থেকেই ওয়ার্ডের মানুষকে পূজোর সময় পরিষেবা
 দিতে হবে।আমরা এই কোভিড পিরিয়ডে মানুষকে সেবা দিয়ে চলেছি,তাদের খাবার জোগার করা থেকে আরম্ভ করে রাত্রে থাকার ব্যাবস্থা সবই করছেন।এবারে বিধানসভা জীতবার পরে তৃণমূল চাইছে যেভাবেই হোক শিলিগুড়ির দখল নীতে।তাই গোষ্ঠীকোন্দল ছেড়ে সকলকে একসাথে কাজ করবার নির্দেশ দিয়েছেন।তবে গত দুবারের ব্যার্থতাকে সরিয়ে রেখে কিভাবে তৃণমূল শিলিগুড়িকে দখল করবে এটাই শিলিগুড়ির মানুষের একটা বড় জিঞ্জাসা।

মন্তব্যসমূহ