রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - শারদীয়ার ত্রিমেরিক / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হল  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' ত্রিমেরিক  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         ত্রিমেরিক  /   ১    

তপন উবাচ



রঙের মধ্যে বসত আমার রংহীন একা চিত্রকর
জানা নেই তো জীবনটা কী
      নিজের জীবন নিজেই আঁকি
সাদা পৃষ্ঠায় শুধু রং দি যদি ভাত পাই পেটভর।

( বোলপুরে মেদিনীপুরের  এক  চিত্রকরের নিজ সৃষ্টির মুহূর্ত )


                         ত্রিমেরিক  /   ২     




শরীরে নাচ-- যখনই তু মাদলে দিস বোল
জীবনটা মুর খুব নগণ্য
করছি তাকে অসামান্য
আয় ছুটে আয়, নাচ রে সবাই, দে দোদুল দোল। 

( সোনাঝুরি হাট, বোলপুর )

মন্তব্যসমূহ