পরিশ্রুত পানীয় জলের জন্য উত্তরবঙ্গের রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপি বিধায়িকার

 পরিশ্রুত পানীয় জলের জন্য উত্তরবঙ্গের ফুলবাড়িতে রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপি বিধায়িকার 



নিজস্ব সংবাদদাতা , ফুলবাড়ি , ৩০ অক্টোবরঃ পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার দাবিতে আজ ডাবগ্রাম-ফুলবাড়ি অন্তর্ভুক্ত ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির সমর্থকেরা। এই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী সহ আরও অনেকে। শিখা চ্যাটার্জী জানান, আজ বহু দিন হয়ে গেল ডাবগ্রাম-ফুলবাড়ির অন্তর্ভুক্ত মধ্য শান্তিনগর, চয়ন পাড়া সহ আরও বেশ কিছু এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে। জল বিভাগে বার বার আবেদন জানানোর পরেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। উনি আরও বলেন, যেখানে যেখানে জলের লাইন দেওয়া হয়েছে তা দুর্নীতিপূর্ণ। দীর্ঘক্ষণ পথ অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়। অবিলম্বে জলের সমস্যার সমাধান না হলে আগামীতে আন্দোলন আরও বৃহত্তর হতে পারে বলে জানান শিখা চ্যাটার্জী।

মন্তব্যসমূহ