পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ যুব কংগ্রেসের , কোমরে দড়ি দিয়ে মোদীকে ঘোরানো হল রাস্তায়

 

পেট্রোপন্যের মুল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ , প্রতীকী নরেদ্র মোদীকে কোমরে দিড়ি দিয়ে ঘোরানো হল রাস্তায় 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৩০ অক্টোবরঃ  ক্রমাগত পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভে নামল যুব কংগ্রেস। কোম্রে দড়ি বেঁধে ঘরানো হল নরেন্দ্র মোদীকে। মানে প্রতীকী মোদিকে । এই প্রতিবাদ ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে দৈনন্দিন জীবন চালানো মুশকিল হয়ে উঠেছে সাধারণ মানুষের, এমনই অভিযোগ তুলে এদিন শহর শিলিগুড়ির প্রাণকেন্দ্র হাশমিচক থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় দার্জিলিং জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে। এদিন একজনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাজিয়ে কোমরে দড়ি বেঁধে হিলকার্ট রোড পরিক্রমা কারানো হয়। বিক্ষোভকারীদের দাবি, ক্রমাগত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য সবকিছুর দাম বাড়ছে। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন দেশের সাধারণ মানুষেরা।

মন্তব্যসমূহ