জলপাইগুড়িতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার বাম ছাত্র সংগঠন , স্মারকলিপি পুলিশ সুপারকে

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জলপাইগুড়ি পুলিশ সুপারকে স্মারকলিপি এস এফ আই এর 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি, ৩০ অক্টোবরঃ জলপাইগুড়ি শহরে ক্রমশ বাড়ছে চুরি ছিনতাই রাহাজানি ড্রাগস কারবারিদের দৌরাত্ম্য। এই অসামাজিক কার্যকলাপ রুখতে জলপাইগুড়ি পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী নিয়েছিল এসএফআই ও ডিওয়াইএফআই। পরে এই দুই বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় পুলিশ সুপারকে।  

এদিন জরুরী কাজে জেলা পুলিশ সুপার ব্যস্ত থাকায় স্মারকলিপি জমা নেন ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল। ছাত্রযুবদের আনা বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ডিএসপি হেডকোয়াটার সমীর পাল জানান, তারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন। ডেপুটেশন শেষে ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে বলেন শহরে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা। শাসক দলের নেতাদের একাংশ জড়িয়েছে এই মাদক কারবারিতে। তাই পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। শহরের চুরি ছিনতাই রাহাজানির ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। এর আগে রাস্তা থেকে ছিনতাই হতো এখন বাড়িতে এসে ছিনতাইবাজরা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করছে।  আমরা আশাবাদী, প্রশাসন অভিযোগ গুলির গুরুত্ব বিচার করে ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। এদিনের বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা অনির্বাণ দে, শুভম সাহা অনুভব দে, যুবনেতা দীপশুভ্র সান্যাল, শুভেন্দু সাহা সহ ছাত্র যুব আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ