প্রবল বর্ষণে বাড়ছে আত্রেয়ী নদীর জল , ভাঙ্গনে আশঙ্কা বালুরঘাটের গ্রামে

 

আত্রেয়ী নদীর জল বাড়তেই ভাঙ্গনের আশঙ্কা কাশিয়া খাঁড়িতে



 নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ২২ অক্টবরঃ "অকাল বৃষ্টির কারণে এবার আত্রেয়ী নদীর জলে খাঁড়ির ভাঙ্গন দেখা দিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর অঞ্চলে কাশিয়া খাঁড়িতে। পুজো মিটে যেতেই অকাল বৃষ্টির কারণে আচমকা জল বেড়ে যায় আত্রেয়ী নদীতে। নদীর জল ঢুকে খাড়ির পাড় ভাঙ্গন দেখা গেল বালুরঘাটের গঙ্গাসাগর এলাকার বেদিয়াপাড়া গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকায়। এই ভাঙ্গনের ফলে ওই এলাকার একমাত্র শ্মশান ভাঙ্গনের মুখে পড়তে চলছে। গ্রামবাসীদের ধারণা প্রশাসন দ্রুত তৎপর না হলে শ্মশান সংলগ্ন যে কয়টি গ্রাম রয়েছে তার বেশ কিছু অংশ ভাঙ্গনের মুখে পড়বে। তাদের দাবি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে খাড়িতে বাঁধ দেওয়া হোক। 

মন্তব্যসমূহ