পর্যটকদের জন্য নিয়ন্ত্রণ রেখা দার্জিলিং শহরে , কিন্তু কেন ? জেনে নিন কারণ

দার্জিলিংয়ে পর্যটকদের জন্য অখুশির খবর 


কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ৩১ অক্টোবরঃ দার্জিলিং শহর দিয়ে পর্যটকরা দ্রষ্টব্য জায়গাগুলোয় যেতে পারবেন না। এর জন্য পর্যটক ও দার্জিলিংবাসীর কাছে সহযোগিতার অনুরোধ করা হয়েছে দার্জিলিং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। দার্জিলিঙে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের ও আর্মির রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষা হবার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া  বলে জানা গেছে। দার্জিলিংএরওসি ট্রাফিক দার্জিলিং ইনস্পক্টর দর্জি শেরপা বলেন, দার্জিলিঙের ১৮টি কেন্দ্রে  দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙের কয়েক হাজার ছেলেমেয়ে পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে ও সময়মতো সেন্টারে পৌঁছনোর সুবিধার জন্যই  সাইট সিন ভিজিট বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম রুখতে অযাচিত চলাচল বন্ধ রাখা হয়েছে রবিবার। যদিও এ নিয়ম শুধুমাত্র দার্জিলিং শহরে প্রযুক্ত হবে। শহরের বাইরে দিয়ে অন্যান্য পর্যটনকেন্দ্রে যেতে পারবেন পর্যটকরা। বর্তমানে দার্জিলিং এ পর্যটকের সংখ্যা অগুনতি।তাই সবাই যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারেন সেকারনেই এই সিদ্ধান্ত নেওয়া।এই নিয়ম শুধুমাত্র কয়েকদিনের জন্য নয় গোটা মরশুমেই এই নিয়ম রাখা হবে।যাতে কারোরই কোন অসুবিধা না হয়।উৎসবের পরেই শীত পড়ে যাওয়ায় প্রতিবছর এই সময় প্রচুর পর্যটক পাহাড়ে আসেন।আবার এখন দার্জিলিং এ সরকারি পরিক্ষারও প্রচুর সিট পড়ে,তাই দুপক্ষের কথা মাথায় রেখেই এই ব্যাবস্থা বলে জানানো হয়েছে দার্জিলিং পুলিশের পক্ষ থেকে।

মন্তব্যসমূহ