নারী সুরক্ষায় নতুন মুখ "রোটারি বীরাঙ্গনা"
৩১ শে অক্টোবর মহিলা এবং বালিকাদের আত্মরক্ষার এই প্রশিক্ষণ শিবির আনুষ্ঠিত হলো বি এন আর অফিসার ক্লাবে রোটারী ক্লাব গার্ডেনরিচের উদ্যোগে। ইন্টারন্যাশনাল রোটারী ক্লাব (৩২৯১) এক অনন্য প্রয়াস মহিলা সুরক্ষায় "বীরাঙ্গনা"। রোটারি ক্লাব গার্ডেনরিচের পক্ষ থেকে প্রেসিডেন্ট শ্রী অমিতাভ গাঙ্গুলি, আহ্বায়ক ড: বি এন ঝা , প্রশিক্ষক মৌসুমী ভট্টাচার্য এবং সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক প্রশিক্ষণ শিবির। দুটি পর্বে আনুষ্ঠিত হলো এই শিবির। প্রায় ২৫জন বালিকা এবং মহিলাকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হলো। সমাজের সার্বিক উন্নয়নে এক বড় পদক্ষেপ "বীরাঙ্গনা"। আজ কলকাতার মহিলা সুরক্ষার প্রধান মুখ হয়ে উঠতে চলেছে "রোটারী বীরাঙ্গনা"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন