২০ মাস পর খুলছে রাজ্যের স্কুল কলেজ

 

১৫ নভেম্বর খুলছে রাজ্যের স্কুল -কলেজ , উত্তরবঙ্গে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৫ অক্টোবরঃ  এবারে ইষ্কুল খোলা হবে খোলা হবে কলেজও আজ শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য ডাকা প্রশাসনিক বৈঠকে ঠিক এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তিনি জানালেন এতদিন ইষ্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা মানসিক সমস্যার মধ্যে পড়ে গেছেন গত দেড় বছর ধরে বন্ধ ইষ্কুল এবং কলেজ পড়াশোনা ঠিকমত হচ্ছে না,অনলাইনে অনেক ছাত্রছাত্রীর সমস্যা হচ্ছে,আমি সব জানি জানালেন মুখ্যমন্ত্রী,তিনি ডিএম এবং এস ডিও কে নির্দেশ দেন সমস্ত ইষ্কুলে যেন কোভিডবিধি মানা হয়।এদিন মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার এবং আলিপুরদুয়ারের সমস্ত প্রশাসনিক ব্যক্তিরা।মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দেন সমস্ত ইষ্কুল কলেজের ছাত্রছাত্রীদের যেন আলাদা করে মাষ্ক এবং সানিটাইজার দেওয়া হয়।তিনি আরো জানান এবারে রাস্তায় মাষ্ক ছাড়া চলাফেরা করলে গ্রেপ্তার করবে পুলিশ।তিনি আরো জানান এমন কোন কাজ করবেন না যাতে সরকার আবার লকডাউন করতে বাধ্য হয়।কারন মুখ্যমন্ত্রী জানান তার সরকার চান না যে সাধারণ মানুষ কষ্টে থাকুক।মুখ্যমন্ত্রী এদিন আগামী দীপাবলি, ভাইফোটা,ছট্ পূজো এবং জগধাত্রী পূজোর জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা এবং শুভকামনা জানান।তিনি বলেন মানুষ উৎসবে আনন্দ করবেই তবে সাবধান থেকে,বিশেষকরে বাচ্চাদের নিরাপত্তা আরো বেশী করে দরকার,তাই বাচ্চাদের মুখে মাষ্ক পড়ে থাকবার কথা বারবার জানান মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী যখন উত্তরকন্যাতে প্রশাসনিক বৈঠক করছিলেন তখনই বাগডোগরা এয়ারপোর্টে এসে পৌছন অভিষেক বন্দোপাধ্যায়, তাকে বিমানবন্দরে অর্ভর্থনা জানাতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব সভাপতি কুন্তল রায়।এর পরে অভিষেক বন্দোপাধ্যায় উত্তরকন্যাতে এসে পৌছন।দুজনের মধ্যে ব্যক্তিগত কিছু কথা হয়।মুখ্যমন্ত্রী জানান অভিষেক দিনহাটা এসেছে প্রচারে আবার দিনহাটা থেকে কলকাতা ফিরে যাবে।আমি এখান থেকে আমি চলে যাব পাহাড়ে,আমার পাহাড়েও পাহাড়ের সরকারি প্রতিনিধিদের সাথে প্রশাসনিক বৈঠক আছে,তাই এখানে আর আমি বৈঠক দীর্ঘায়িত করবো না।এদিন মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় ধরে গৌতম দেব এবং রঞ্জন সরকারকে নির্দেশ দেন।তিনি জানান আমি  যদি করোনা না ফিরে আসে এবং তবে আমি পুরনির্বাচনে আগে আবার ফিরে আসবো।তিনি এসডিও এবং ডিএমকে নির্দেশ দেন বতর্মান পরিস্থিতিতে যেভাবে ডেঙ্গু হচ্ছে তাতে একেবারে নিম্নশ্রেণীর লোকেদের মধ্যে মশারি বিতরন করতে।

মন্তব্যসমূহ