রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - ত্রিমেরিক / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হল  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' ত্রিমেরিক  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         ত্রিমেরিক  /   ১    



তপন উবাচ 

কুত্তা ভাবছে গোটা রাস্তায় একটাও লোক নেই

যেই না কোবিদ একটু চুপ

      নিম্নচাপ কি দেখাবে রূপ

গেরস্তরা তাই কি ব্যস্ত ঘরবাড়ি সামলাতেই!


আলোকচিত্র : উত্তরা চাকমা , আগরতলা

                         ত্রিমেরিক  /   ২     



তপন উবাচ 

সবুজ হ্যাট তার হলুদ বো, তালপাতার ছ' সেপাই

দাঁড়িয়ে ওই সারিসারি

      ভীষণ কড়া নজরদারি

অষ্টপ্রহর পাহারা দেয় গোটা আকাশটাই।


আলোকচিত্র : অসীম কুমার বসু


                         ত্রিমেরিক  /   ৩     


তপন উবাচ 

ফড়িং ঘুরছে ফুলবাগানে ডানায় কত জা৺ক 

মধু কি খায় ফড়িংসোনা

      করছি দেদার গবেষণা

ফড়িং যদি মধুই খাবে কোথায় ফড়িংচাক!

আলোকচিত্র। : ডা. অনাদি আচার্য

মন্তব্যসমূহ