উত্তরবঙ্গে অনুপ্রবেশ সন্দেহে আটক নেপালি যুবক

 

দ্বি-নাগরিকত্ব , উত্তরবঙ্গে  আটক যুবক 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৮ সেপ্টেম্বরঃ  দ্বি নাগরিকত্ব নথির অভিযােগে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক । ধৃতের নাম রাহুল ছেত্রী (৩৫ )। শিলিগুড়ি মহকুমার পানিট্যাঙ্কি ভারত নেপাল সীমান্ত দিয়ে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় এসএসবি সেই ব‍্যক্তিকে আটক ও তল্লাশি করে । ধৃতের কাছে থেকে নেপালের নাগরিকত্বের শংসাপত্র ছাড়াও ভারতীয় ভােটার কার্ড , ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড পাওয়া গিয়েছে । মঙ্গলবার খড়িবাড়ি পুলিশ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠায় । পুলিশ সূত্রে খবর , নেপালের নাগরিকত্বে রাহুল কাটোয়াল । বাড়ি নেপালের অখালধুঙ্গার সানােন এলাকায় ।পাশাপাশি ভারতীয় পরিচয়পত্রে ধৃতের নাম রাহুল ছেত্রী , বাড়ি সিকিমের গ্যাংটকে ।

মন্তব্যসমূহ