করোনা টিকাকরনে বিশেষ উদ্যোগ শিলিগুড়িতে

করোনা টিকাকরণে বিশেষ ড্রাইভ শিলিগুড়িতে 



কুশল দাশগুপ্ত  শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বর ঃ শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ৩২ নং ওয়ার্ডের এন জে পি জুনিয়র হিন্দি হাই স্কুলে ডঃ ১৮ বছরের উর্ধ্বে নাগরিকদের করোনা ভাইরাসের টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল।আজ সকাল থেকেই ভ্যাকসিন নিতে আসেন বহু মানুষ।সকালে এসে এই টিকাকরনের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব সাথে ছিলেন বোর্ড অফ কোয়ার্ডিনেটার রঞ্জন সরকার এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব।গৌতম দেব জানান শিলিগুড়িতে টিকা নিয়ে মানুষের ক্ষোভ আছে বহুদিন ধরেই,তবে আমরা চেষ্টা করছি যাতে সবাই টিকা পায়।সবাই একবারে পাচ্ছেন না তাও আমি জানি তবে আমাদের একটা প্রচেষ্টা আছে যাতে সবাই টিকা পায়।এদিন মোট আড়াইশোজনকে টিকা দেওয়া হবে বলে জানান গৌতম দেব। 

ভ্যাকসিনের জন্য যখন গোটা শিলিগুড়িতে হাহাকার,তখন শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে নিজে দায়িত্ব নিয়ে নিজের ওয়ার্ডের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যাবস্থা করছেন বর্তমান আডমিনিষ্ট্রেটার শ্রাবনী দত্ত।রোজ রোজ নিজের অফিসে এসে নাম নিচ্ছেন,তাদের আধার জমা নিচ্ছেন এবং কুপন নিয়ে তাদের ভ্যাকসিনের যোগান দিচ্ছেন,রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত নিজে অফিসে থাকছেন।জানিয়ে দিলেন দুশো আড়াইশো জনের একদিনে ভ্যাকসিন হলে এখনো প্রচুর মানুষ পড়ে আছেন যাদের এখনো পযর্ন্ত প্রথম ডোজ নেওয়া হয়ে ওঠেনি।আমি সেই সব মানুষদের জন্য ভেবেই এই ভ্যাকসিনের ব্যাবস্থা করছি।জানালেন এবারে সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না হয়ত,আমি আগামীতে আরো দুবার ব্যাবস্থা করবো।শিলিগুড়িতে প্রতিটি ওয়ার্ডেই ভ্যাকসিন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে আমি আমার ওয়ার্ডে হতে দেব না এইসব। আমি আমার ওয়ার্ডের মানুষকে আগে দেখবো তারপরে অন্যদের।সবার জন্য চেষ্টা করবো,তারপরে দেখা যাবে জানালেন শ্রাবনী দত্ত।

মন্তব্যসমূহ