চালু হচ্ছে বাস , কলকাতা জুড়ে যাচ্ছে ভুটান সীমান্তের সঙ্গে

 

বাস যোগাযোগে এবার ভুটান সীমান্ত জুড়ে যাবে কলকাতার সঙ্গে 



কুশল দাশগুপ্ত , জয়গাঁ , ২৮ সেপ্টেম্বরঃ ভুটান লাগোয়া সীমান্ত শহর জয়গাঁর সঙ্গে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ শহর ও কলকাতা পর্যন্ত সড়ক পথে বেশ কয়েকটি বাস চালানোর সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম । মঙ্গলবার জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির বাস টার্মিনাস পরিদর্শনের পর নিগমের ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় । জেডিএর ওই বাস টার্মিনাসে নিগমের তরফে খোলা হবে টিকিট কাউন্টার । চালক ও কর্মচারীদের রাত্রিবাসেরও ব্যবস্থা থাকবে টার্মিনাসে । পার্থ বাবু আশ্বাস দিয়েছেন যে , পুজোর আগেই যাতে ওই সীমান্ত শহরের সঙ্গে জেলার অন্যান্য জায়গার যোগাযোগ সুগম করা যায় । সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম । আপাতত জয়গাঁ থেকে আলিপুরদুয়ার , কোচবিহার , শিলিগুড়ি ও কলকাতা পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি । সঙ্গে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির বাস টার্মিনাসে নিগমের একটি পৃথক পরিকাঠামোও গড়ে তোলা হবে ।চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আশাবাদী , জয়গাঁ থেকে জেলার বিভিন্ন রুট ও কলকাতা পর্যন্ত বাস চালুু হলে অনেকটাই সুগম হবে যাত্রী পরিবহন ব্যবস্থা । কারন প্রায় এক যুগ ধরে জয়গাঁর বাসিন্দারা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কর্তৃপক্ষের কাছে জেলার বিভিন্ন রুটে বাস চালানোর আর্জি জানিয়ে আসছিলেন । শেষ পর্যন্ত ওই দাবি মেনে নিয়ে এনবিএসটিসির যাত্রী পরিবহন পরিষেবা চালু হতে চলায় খুশির হওয়া জয়গাঁ জুড়ে।

মন্তব্যসমূহ