পরকীয়া , সন্দেহের বশে প্রেমিককে খুন , যাবজ্জীবন সাজা খুনী স্বামীর
বিশেষ সংবাদদাতা , শিলিগুড়ি , ৩০ সেপ্টেম্বরঃ খুনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা শিলিগুড়ি মহকুমা আদালতের । ৭ বছর আগে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় প্রভাত সিংহ । সরকারি আইনজীবী পীযূষ কান্তি ঘোষ জানিয়েছেন , ৩০ অক্টোবর ২০১৩ তে রাত ৮ টা নাগাদ খড়িবাড়ি থানার অন্তর্গত ওয়ারিস জোত এলাকার রবীন্দ্র স্মৃতি সংঘ নামক এক ক্লাবে চলছিল কালীপুজোর মিটিং । সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন দুলাল সিংহ । মিটিংয়ে থাকাকালীন সেই ব্যক্তির কাছে একটি ফোন আসে এবং ফোনটি ধরে ক্লাবের বাইরে আসলেই দুলাল সিংহ কে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে প্রভাত সিংহ ।
প্রভাত সিংহের স্ত্রীর সঙ্গে দুলাল সিংহ এর বিবাহ বহিৰ্ভূত সম্পর্কের সন্দেহের জেরে প্রভাত সিংহ কুপিয়ে খুন করে দুলাল সিংহকে । সেই ঘটনার পর থেকে ২০১৪ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল প্রভাত সিংহ । পরবর্তীতে নিজে থেকেই ২০১৪ সালে আদালতে আত্মসমর্পণ করে প্রভাত সিংহ । গতকাল প্রভাত সিংহকে ৩০২ ও ২০১ ধারায় দোষী সাব্যস্ত করা হয় । আজ শিলিগুড়ি মহকুমা আদালতে অ্যাডিশনাল সেশন জজ সুবীর কুমার দোষী প্রভাত সিংহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন