গঙ্গার ভাঙ্গনের খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক , ভর্তি হাসপাতালে
বিশেষ প্রতিনিধি , ধুলিয়ান , ২৮ সেপ্টেম্বরঃ গঙ্গা ভাঙ্গনের খবর করতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়াল পোর্টালের সাংবাদিক। উওেজিত জনতা বেধড়ক মারধর করল পোর্টালের সাংবাদিকদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের লালপুরপ। আক্রান্ত পোর্টালের সাংবাদিক দাউদ হোসন সহ তিনজন। বর্তমানে তারা অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লালপুরে গঙ্গা ভাঙ্গন শুরু হয় এদিন সকাল থেকে। গঙ্গা ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্হানীয় পোর্টালের তিন সাংবাদিক। গ্রামবাসীরা সাংবাদিকদের দেখে ক্ষোভ উগরে দেন। সাংবাদিকদের তৃণমূলের দালাল বলে আক্রমণ করেন। সাংবাদিকরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও বিদায়ী বিধায়ক আমিরুল ইসলামের দালালী করছেন বলে এলাকায় গঙ্গা ভাঙ্গনের কোন কাজ সঠিকভাবে হচ্ছেনা বলে গ্রামবাসীদের অভিযোগ। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন পোর্টালের সাংবাদিক দাউদ হোসেন শুরু হয় সাংবাদিক ও গ্রামবাসীদের মধ্যে তীব্র বচসা। উওেজিত গ্রামবাসীরা সাংবাদিকের ভূমিকায় ক্ষিপ্ত হয়ে তার ওপর চরাও হয়। মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সামশেরগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন। তারা বলেন , সাংবাদিকরা জনগনের প্রতিনিধি। সাংবাদিকরা জনগনের অভাব অভিযোগ তুলে ধরে প্রশাসনের নজরে এনে সমস্যার সমাধান করা তাদের প্রধান কাজ। সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গিয়ে জনগনের ক্ষোভের মুখে পড়ে , তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে , সাংবাদিকদের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন উঠবেই। সামশেরগঞ্জের এই ঘটনায় তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন