বিপুল গাঁজা উদ্ধার

 

বিপুল পরিমান গাঁজা উদ্ধার শিলিগুড়িতে 


 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বরঃ  শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে আবার মিলল সাফল্য। উদ্ধার হলো ৪৩ কিলো গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার ২।একটি সাদা রঙের টাটা সমূহ গাড়ি নিয়ে ফুলবাড়ি ব্যারেজ হয়ে আসাম থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছিল ২ গাঁজা পাচারকারী। ঠিক তখন এনজেপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ী ব্যারেজের কাছে ফাঁদ পাতে। পুলিশের অভিযানে সেই গাঁজা সহ গাড়িটিকে আটক করা সম্ভব হয় এবং গাড়ি তল্লাশিতে ৪৩ কিলো গাঁজা উদ্ধার হয়।
উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা, এই ঘটনায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ রঞ্জিত কুমার ও মতিলাল গোয়ালা কে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে রঞ্জিত বিহারের বাসিন্দা এবং মতিলাল ত্রিপুরার বাসিন্দা। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

মন্তব্যসমূহ