পুজোর আগেই শিলিগুড়ির সবাইকে করোনা টীকা

 

পুজোর আগেই শিলিগুড়ি পুর এলাকার সমস্ত মানুষকে করোনা টীকা দিতে জোর কদমে ঝাঁপাল পুর প্রশাসন 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বরঃ ফের ভ্যাকসিন নিয়ে ভোগান্তির শিকার সাধারণ মানুষ । সোমবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের রথখোলা উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে জানতে পেরে এলাকার বাসিন্দারা ভোর ৩ টা থেকে লাইনে দাঁড়ায় । পরবর্তীতে স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় রথখোলা গ্রামের উত্তর ও দক্ষিণ প্রান্তের মানুষদের ভ্যাকসিন দেওয়া হবে । বাকি যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না । এই কথা শোনার পর গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন । দফায় দফায় ভ্যাকসিন কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন ।বাইরে থেকে যারা এসেছেন তারা ভ্যাকসিন নিতে ভ্যাকসিন কেন্দ্র ঢুকলে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এমনই অভিযোগ । যার ফলে উত্তেজিত এলাকাবাসী একত্রিত হয়ে নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে ২ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্তিতি সামাল দিতে এদিকে পুজোর আগেই শিলিগুড়ি পুরনিগম এলাকার সমস্ত মানুষেদের করোনা টীকার প্রথম ডোজ দেওয়ার বিষয়ে জোর দিল শিলিগুড়ি পুরনিগম । এই কারণে এবার থেকে শিলিগুড়ি পুরনিগমের সমস্ত প্রাথমিক সেন্টার ও মাতৃসদনেও টীকাকরন প্রক্রিয়া চালু করা হচ্ছে । পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতালে যেভাবে টীকা দেওয়া হচ্ছে সেটাও চালু থাকবে। এদিকে মাঝে মধ্যেই করোনার টীকা নিতে মানুষকে হয়রানির শিকার হতে হয় ও উপচে পড়া ভিড়ে ঝামেলার সৃষ্টি হয়। সেই সমস্ত এড়িয়ে করোনার টীকা যাতে সুশৃঙ্খল ভাবে মানুষ নিতে পারে সে কারনে কুপনের ব্যবস্থা করা হচ্ছে ।



 তিনদিন আগে পুরনিগমের ৫ টি বোরো অফিস ও হেল্থ সেন্টার গুলো থেকে সাধারণ মানুষ কুপন সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান । করোনার দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ৪৮ ঘন্টা আগে ভয়েস মেসেজ বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হবে সেন্টারগুলোর নামও । এছাড়া ১৮ বছরের ওপরে যাদের বয়েস তাদেরও টীকাকরনের ব্যবস্থা করা হচ্ছে । জনবহুল এলাকা যেমন বাজার , হাট এলাকায় দুটো মোবাইল ভ্যানের মাধ্যমেও টীকাকরনের ব্যবস্থা করা হচ্ছে । এভাবে দ্রুত টীকাকরনকর জন্য আরও স্বাস্থ্য কর্মীর প্রয়োজন বলে জানান তিনি ।  এই কারণে ১৫ জন স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হয়েছে । তাদের মধ্যে ৬ জন এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দেবে । বাকিদের প্রশিক্ষন শেষ হতেই তাদেরও কাজে লাগানো হবে । সোমবার জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে শিলিগুড়ি পুরনিগমে বৈঠক হয় । বৈঠকের পর শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বিষয়গুলি জানান।

মন্তব্যসমূহ