টেট উত্তীর্ণদের বিক্ষোভ আলিপুরদুয়ারে

 

২০১৪ র  টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ আলিপুরদুয়ারে  



নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার , ২৮ সেপ্টেম্বরঃ  ২০১৪ প্রাইমারি টেট পাশ নট ইনক্লুডেট একতা মঞ্চ’র পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ‍্যালয় সংসদ কার্যালয়ের সামনে হাতে প্ল্যাকার্ড , ব্যানার নিয়ে বিক্ষোভ দেখানো হয় মঙ্গলবার । বিক্ষোভ চলাকালীন তাদের দাবি সম্বলিত লিখিত ডেপুটেশন দেন ডি পি এস সি চেয়ারম্যানের কাছে । আন্দোলনকারীদের অভিযোগ , রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রায় ২০ হাজার টেট উত্তীর্ণ প্রশিক্ষণ প্রাপ্তদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। যার মধ্যে প্রথমে ১৬,৫০০ জনকে শিক্ষক পদে নিয়োগ করা হবে। কিন্তু যে মেধা তালিকা প্রকাশ করা হয় তাতে প্রায় ১২,০০০ জনের নাম প্রকাশ করা হয়। অভিযোগ, এখনও ২০১৪ সালে প্রাইমারী টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণ প্রাপ্তদের ( বি এড এবং ডি এল এড) নাম নথিভূক্ত করা হয়নি । তাদের দাবি , মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবিলম্বে টেট উত্তীর্ণ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগ করা হোক ।



মন্তব্যসমূহ