পাচারের হবার আগেই উদ্ধার মহিষ

 

পাচারের আগেই আটক মহিষ 



বিশেষ সংবাদদাতা , কোচবিহার , ২৭ সেপ্টেম্বরঃ পরপর সাফল্য বক্সীরহাট পুলিশের । গোপন সূত্রে খবর পেয়ে দুটি লরি সহ ৪৮ টি মহিষ উদ্ধার করল বক্সিরহাট থানার জোরাই ফাঁড়ির পুলিশ। মহিষ পাচারের অভিযোগে চালক ও খালাসী সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার গভীর রাতে কোচবিহার জেলার অসম বাংলা সীমান্তের নাজিরান দেওতিখাতা ৩১ নং জাতীয় সড়কের ঘটনা ।মহিষ গুলি দুইটি ১৬ চাকা লরিতে করে বিহার থেকে অসমের বঙ্গাইগাঁও জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে অসম রাজ্যে পাচারের আগেই দুটি ট্রাকে মহিষ সহ্ মোট ৬ জন কে গ্রেপ্তার করা হয়েছে । প্রত্যেকের বাড়ি বিহার রাজ্যে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে । মহিষ গুলি রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারী এলাকায় একটি খোঁয়াড়ে রাখা হয়েছে । ধৃতদের সোমবার তুফানগঞ্জ মহকুমার আদালতে তোলা হয় । এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ ।

মন্তব্যসমূহ