চাকরি দেবার নাম করে বাংলাদেশী নারীদের পাচারের আগেই ভারতে উদ্ধার
নিজস্ব সংবাদদাতা , কোচবিহার , ২৭ সেপ্টেম্বরঃ বাংলাদেশের দুই জন মহিলাকে দেশের নিরাপত্তা বাহিনী বিপথগামী হওয়ার হাত থেকে উদ্ধার করেছে । জিজ্ঞাসাবাদের সময় মহিলাদের অর্থনৈতিক অবস্থার চিত্র উঠে এসেছে । তথ্যের ভিত্তিতে , উত্তরবঙ্গ সীমান্তের মহাপরিদর্শক রবি গান্ধীর গতিশীল নেতৃত্ব বর্ডার সিকিউরিটি এর বর্ডার আউটপোস্ট ধাপ্রহাট , পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২২ জন বাংলাদেশী মহিলাকে গ্রেপ্তার করে । জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা খুবই দরিদ্র পরিবারের । কামরুল নামে একজন বাংলাদেশী নাগরিকের সংস্পর্শে আসেন । কামরুল একজন নৃত্য প্রশিক্ষক । তিনি সুকুমার নামে একজন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন । যিনি বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত এবং তিনিই এই মহিলাদের বেঙ্গালুরুতে চাকরি দিতেন । কামরুল গ্রেফতারকৃত মেয়েদের ভারতে চাকরি দেওয়ার অজুহাতে নিয়ে এসেছিল । কিন্তু তদন্তের সময় জানা যায় যে আসলে এই মহিলাদের ভারতে পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল তার। এ ব্যাপারে উত্তরবঙ্গ সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদর্শক রবি গান্ধী বলেছেন , ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে । ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর প্রস্তুত সৈন্যরা আন্তর্জাতিক সীমান্ত থেকে অনেক মানুষকে ধরে ফেলেছে। ধৃত মহিলাদের জিজ্ঞাসাবাদে দেখা গেছে , তাদের মধ্যে কেউ কেউ মানব পাচারের সঙ্গে জড়িত । দরিদ্র ও নিরীহ মেয়েদের চাকরি পাওয়ার অজুহাতে এই দালালদের দ্বারা ভারতে নিয়ে আসা হয় এবং তাদেরকে পতিতাবৃত্তির চক্রে ঠেলে দেওয়া হয়। লকডাউনের সময় সীমান্ত এলাকায় কঠোর টহল দেওয়ার কারণে অনুপ্রবেশকারীদের সীমান্ত অতিক্রম করতে অসুবিধা হচ্ছে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন