অসমের ধেমাজি থেকে উত্তরাখণ্ডের কেদারনাথে সাইকেলে যাত্রা দুই বন্ধুর
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ৩১ আগস্টঃ "সে নো ড্রাগস, সে নো টু ভায়োলেন্স" এই শ্লোগানকে নিয়েই অসমের ধেমাজি থেকে উত্তরাখণ্ডের কেদারনাথে সাইকেলে যাত্রা করছে দুই বন্ধু। ২৯ শে আগস্ট তারা ইসলামপুরে পৌঁছে যুবরাজ হোটেলে রাত্রি যাপন করেন। ১৭ ই আগস্ট যাত্রা শুরু করে তারা। ২৩ বছর রয়সী রাজদীপ কালিটা এবং ২২ বছর বয়সী লক্ষজ্যেতি দত্ত একই পাড়ার বাসিন্দা। রাজদীপ আইনের ছাত্র, লক্ষজ্যেতি ফটোগ্রাফার। এই প্রথমবার তাদের অতদূর যাত্রা। প্রতিদিন গড়ে ৭৫-৮০ কিলোমিটার সাইকেল চালাচ্ছেন তারা। ধেমাজি থেকে কেদারনাথের দূরত্ব প্রায় ২৬০০ কিমি। ধেমাজি থেকে গৌহাটি হয়ে সংকোষ নদী পেরিয়ে বাংলায় ঢোকেন তারা। বিভিন্ন জায়গায় রাত কাটাতে হচ্ছে ওদের, কখনও বা কোনও পরিচিতদের বাড়ি আবার কখনও হোটেল কিংবা কোনও হোস্টেলে।রাজদীপ বলেন, তার বাবাও ভ্রমণ প্রেমী। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যায়। তাদেরও হঠাৎ পরিকল্পনা হল। তারপর বেরিয়ে পড়লেন। কেউ যাতে নেশা না করে এবং হিংসা ত্যাগ করে, সেই বার্তাই ইয়ং জেনারেশনের মধ্যে পৌঁছে দেওয়াই তাদের উদ্দ্যেশ্য। লক্ষজ্যেতি বলেন, বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় আটকে যেতে হচ্ছে তবুও রেইনকোর্ট পরে চলছেন তারা। এখনও কোনও সমস্যায় পড়তে হয়নি। পথে প্রচুর ভালো মানুষের সাথে তাদের পরিচয় হচ্ছে। বাংলার মানুষের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়ে তারা খুব আপ্লুত। ভবিষ্যতে তারা এরকম আরও বিভিন্ন জায়গায় যাবার ইচ্ছে প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন