শিলিগুড়িতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার আটক

 উত্তরবঙ্গে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ  পুলিশের হাতে আটক এক ব্যক্তি



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৯ অগাস্টঃ মাদক চোরাচালানের গোল্ডেন রুট হয়ে উঠেছে উত্তরবঙ্গ। ভরকেন্দ্র শিলিগুড়ি। শুধু মাদক নয় ক্রাইমের একটা উল্লেখ্য জায়গাতেও পরিচিতি করে নিয়েছে উত্তরবঙ্গের এই শহর ।  শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ি জটিয়াকালি মোড় থেকে জিয়াউল শেখ নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে । তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার । যার বাজার মুল্য প্রায় ৫ লক্ষ টাকা । পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত ব্যাক্তি মালদার চাওয়াপাড়ার বাসিন্দা । মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার বিক্রির জন্য নিয়ে এসেছিল । তদন্তের স্বার্থে ধৃতকে শনিবার আদালতে পাঠানো হয়।

মন্তব্যসমূহ