শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিকে সামনে রেখে জলপাইগুড়িতে এস এফ আই এর সম্মেলন

 

ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়িতে সম্মেলনে দাবি উঠল  "ফিরিয়ে দাও ক্যাম্পাস, ফিরিয়ে দাও শিক্ষা" 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ১০ অগাস্টঃ "ফিরিয়ে দাও ক্যাম্পাস, ফিরিয়ে দাও শিক্ষা"  এই স্লোগানকে সামনে রেখে  সৌম্যদীপ দত্ত নগর এবং দীপঙ্কর সরকার মঞ্চে  অনুষ্ঠিত হল ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি সদর এক নম্বর লোকাল কমিটির প্রথম লোকাল সম্মেলন। পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়, সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক প্রভাকর সরকার,  সম্পাদকীয় প্রতিবেদনের ওপর মোট সাতজন প্রতিনিধি আলোচনা করেন, সম্মেলন মঞ্চ থেকে খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার জন্য আওয়াজ তোলেন আলোচনাকারী প্রতিনিধিরা, এছারাও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অর্পন পাল, শুভঙ্কর গুহ রায়,  জেলা নেতৃত্ব শুভম ঠাকুর,  যুব নেতৃত্ব সাম্য সরকার।  সম্মেলন থেকে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার গৈরিকীকরণ, বেসরকারিকরণ এর বিরুদ্ধে আন্দোলন,  জলপাইগুড়ি শহরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবীতে আন্দোলনের প্রস্তাব সহ নয়টি প্রস্তাব গৃহীত হয়, সম্মেলন থেকে সভাপতি শুভম সাহা এবং সম্পাদক অনির্বান দে সহ তেরোজনের নতুন কমিটি নির্বাচিত হয়।

মন্তব্যসমূহ