উত্তরবঙ্গে মহিলাদের স্ব নির্ভর করতে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগ
বিশেষ প্রতিনিধি , জলপাইগুড়ি , ২৭ অগাস্টঃ গ্রামীণ মহিলাদের হাতে ৫০ টি করে মুরগির ছানা তুলে দিচ্ছে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়ানোর পাশাপাশি রাজ্যে ডিমের উৎপাদন বাড়াতেই সরকারিভাবে বিনামূল্যে মুরগির ছানা তুলে দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই মুরগির ছানা। লালন পালন করে এই ছানাগুলোকে বড় করলেই ডিম দিতে শুরু করবে মুরগিগুলো। এজন্য উন্নতমানের ডিম পাড়া মুরগির ছানা দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে । জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রায় ২৩০০ টি মুরগির ঘর তৈরি করে দেওয়া হয়েছে । মহিলারা ওই ঘরগুলোতেই মুরগিগুলোকে লালনপালন করতে পারবেন। প্রাণী সম্পদ বিকাশ বিভাগের জলপাইগুড়ির আধিকারিক ডঃ শৌভিক বাড়ই বলেন , স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ৫০ টি করে উন্নতমানের ডিম পাড়া মুরগির ছানা তুলে দেওয়া হয়েছে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা যেমন আয়ের রাস্তা খুঁজে পাবেন তেমনই রাজ্যে ডিমের উৎপাদনও অনেকটা বাড়বে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন