সিঙ্গল মাদার হিসেবে পুত্র সন্তানের জননী হলেন তৃণমূল সাংসদ নুসরত
বিশেষ প্রতিনিধি , কলকাতা , ২৬ অগাস্টঃ মা হলেন সংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। বৃহস্পতিবার দিন সকালে কলকাতার একটি নামী বেসরকারি নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ওই নার্সিংহোম সূত্রে জানানো হয়েছে মা ও শিশু দুই জনই বর্তমানে সুস্থ রয়েছে। নুসরাত জাহানের প্রেগনেন্সি নিয়ে প্রথম দিন থেকেই বিতর্ক ছড়িয়েছিল। তবে একেবারে পাত্তা দেননি অভিনেত্রী । নুসরাতের বন্ধু মিমি শ্রাবন্তী তনুশ্রী এবং বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত সব সময় নুসরাতের পাশে ছিলেন। বুধবার দিন যশ দাশগুপ্ত তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে রাত্রিবেলায় ভর্তি করেন। এবং অবশেষে বৃহস্পতিবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। এদিকে নুসরতের পুত্রকে স্বাগত জানিয়েছেন স্বামী , নিখিল জৈন। যদিও তাঁদের মধ্যে এখন ছাড়াছাড়ির সম্পর্ক। তবে নুসরত ' সিঙ্গেল মাদার ' হিসেবেই নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখালেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন