মোবাইলে পাবজি গেম খেলায় বাবার বকুনি , আত্মঘাতী ছাত্র

 

মোবাইলে গেম খেলার নেশা , বাবার বকুনি , আত্মঘাতী ছাত্র 



নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৭ অগাস্টঃ  মোবাইলে পাবজি গেম খেলতে ব্যস্ত ছেলে । পড়া বাদ দিয়ে পাবজি গেম খেলার জন্য বকাবকি করেছিলেন বাবা । আর তারই জেরে অভিমান করে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের বালুরচর এলাকায় । অগ্নিদগ্ধ অবস্থায় ওই ছাত্রকে রাতেই মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে , চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানিয়ে দেন পরিবারের লোকেদের। এই ঘটনায় ওই মৃত ছাত্রের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রের পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে তাদের ছেলের অনেকদিন ধরেই এই নেশা।বারবার বলা হলেও তাকে দমাতে পারা যায় নি।একা থাকলেই সে শুরু করে দিত পাবজী খেলা। বারবার বলা হলেও যখন কিছুতেই সে মানল না তখন তাকে প্রচণ্ডভাবে বকাবকি করে  তার বাবা।বকা খাবার পরে সে কিছুক্ষন দরজা বন্ধ করে দিলে দরজা ধাক্কাধাক্কি করেন তার আত্মীয়রা।তার কিছুক্ষন পরেই তার ঘর দিয়ে আগন দেখা যায়।তার বাবা দরজা ধাক্কা দিয়ে ভেঙে দিলে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়,সেখানেই সে মারা যায়। এই ঘটনায় ভেঙ্গে পড়েছে তার পরিবার।ছেলেটির বাবা মা একেবারেই ভেঙ্গে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

মন্তব্যসমূহ