জন্মাষ্টমীতে আদরের গোপাল হয়ে পুজিত হন শ্রীকৃষ্ণ

জন্মাষ্টমীতে বাঙ্গালীর ঘরে শ্রীকৃষ্ণ , জন্মদিনে আদরের গোপাল 


সৌমাগ্নি দাস , কলকাতা , ২৯ অগাস্টঃ হিন্দু পঞ্জিকার 
মতে, ভাদ্র  মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিনী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার  অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানা ভাবে উদ্‌যাপন করা হয়। যেমন - ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণ লীলা, মধ্যরাত্রি তে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দহি হান্ডি প্রভৃতি। দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙ্গার চেষ্টা করে। তামিলনাড়ুতে এ প্রথা উড়িয়াদি নামে পরিচিত।ই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে, ধর্মীয় গান গায় এবং উপবাস পালন করে। শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তি কে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। তারপর উপাসক মন্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে।


আমাদের বাংলায় এইদিন শ্রীকৃষ্ণকে শিশু হিসেবে , গোপাল রূপে পুজা করা হয় বহু বাড়িতে। এবছর করোনা অতিমারিতে সামান্য হলেও বাজারে ছাড় দেওয়ার কারণে আয়োজন একটু বেশি মাত্রায় দেখা যাচ্ছে । তবে মাসের শেষে পড়ায় গৃহস্থের অর্থের ভাঁড়ারে টান । আর আগুন বাজার দরে ইচ্ছা থাকলেও সামর্থের জায়গায় আটকে যেতে হচ্ছে আয়োজনে। এদিন ফলের বাজারে যেমন আগুন ভাব। তেমনি গোপালের সাজ পোশাকের ক্ষেত্রেও আগুন ছোঁয়া অবস্থা। গোপালকে এদিন দোলনায় বসানো হয়। সেই ফুলের দোলনা শুরুই হচ্ছে ৭০০ টাকা থেকে। গত বছর এই দর ছিল ৫০০ টাকা। তালের বড়া জন্মাষ্টমীর অতি অবশ্য একটি বিষয়। সেই তাল কিন্তু বেতাল করে দিয়েছে শ্রদ্ধালুদের। সামান্য তাল ৫০ টাকা থেকে শুরু । অবশ্য বারোটা তালের বড়ার প্যাকেট বিক্রি হচ্ছে ১২ টাকা দরে। আপনি গরম গরম ভাজা নিতে চাইলেও পাবেন , প্রতি পিস ২ টাকা।  ফুলের মালা যদি রজনী গন্ধার হয় , তাহলে ৪০ টাকার মালা ১১০ টাকা ছুঁয়েছে। তবে গাঁদার মালার খুব একটা বাড়েনি। ফলে বাঙ্গালীর ঘরে কৃষ্ণ পুজিত হবেন ঠিকই ,নাড়ু পাবেন , তালের বড়াও পাবেন। 

তথ্য সুত্রঃ উইকি 


মন্তব্যসমূহ