সরকারি প্রকল্প " লক্ষ্মীর ভান্ডার " এর ফর্ম ফিলাপের নামে টাকা আদায় , উত্তরবঙ্গে আটক ৪
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৩ অগাস্টঃ লক্ষীর ভান্ডার এর ফর্ম ফিল আপের নামে টাকা নেবার অভিযোগ উঠায় চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ।আজ সকালে আমবাড়ী পুলিশ মায়া সরকার,রাজু চৌধুরী,অনিল ঘোষ এবং অজয় পাল নামে চারজনকে গ্রেপ্তার করলো।ধৃতদের বিরুদ্ধে ওই এলাকার মানুষদের কাছ থেকে লক্ষীর ভান্ডারের ফর্ম ফিল আপ করবার নাম করে টাকা নেবার অভিযোগ উঠেছে।ধৃতরা ওই এলাকায় লক্ষীর ভান্ডারের নাম করে প্রচুর টাকা তুলছিলো।এছারা ধৃতদের কাছ থেকে মোবাইল,ল্যাপটপ এবং প্রিন্টার পাওয়া গেছে।এছারাও পাওয়া গেছে প্রচুর কাগজপত্র এবং পেন ড্রাইভ। প্রসঙ্গতঃ আবেদন করতে কোন পয়সা লাগবে না এই প্রকল্পে। স্বাস্থ্য সাথী কার্ড , আধার কার্ড থাকলেই করা যাবে আবেদন। মনে রাখতে হবে , একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতেই হবে। এই প্রকল্পে সাধারণ মহিলারা পাবেন মাসে ৫০০ টাকা , এস সি - এস টি মহিলারা পাবেন ১০০০ টাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন